BBHH History




Bangladesh Black HAT Hackers History

 

 

 

ভুমিকাঃ
বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যার্কাস, একটি নাম, যে নামের সাথে জড়িয়ে আছে লাখো মানুষের ভালোবাসা ব্ল্যাক হ্যাট হ্যার্কাস বাংলাদেশের  সাইবার স্পেস এ একটি উজ্জ্বল নকত্র!!!   সংগঠটি মূলত আলোচনায় আসে ভারতের বিরুদ্ধে সাইবার যুদ্ধ ঘোষনার মাধ্যমে  



সংক্ষেপে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স
:
পূর্ণ  নাম(বাংলায়) : বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স
পূর্ণ নাম (ইংরেজীতে)
:Bangladesh Black hat hackers
সংক্ষেপে : BBHH ( বিবিএইচএইচ)
প্রতিষ্ঠা
: ২ জানুয়ারী ২০১২ 


অফিসিয়াল ফেসবুক পেজঃ https://www.facebook.com/bd.black.hat.hackers





অফিসিয়াল লোগোঃ

মোটোঃ-

 "Power that can’t be Imagined,
     Strength that can’t be Compared.
On the way of Justice,
    With the path of Honesty. 
                                        We are BD Black Hats."
 

চেইন অফ কমান্ড : Administrator >> Moderator >> Crew >> Beta Crew >> Learner

বর্তমান Administrator : 5 জন
·


1.Rakhal Beduin -
2.Illuminate Demon -
3.Dark Knight Sparda
4.Tom PhaXton
5.Deatlord Evan


বর্তমান Moderator:  জন




1.Banglar Voot
2.Jøhñ Ëmmånuêl Êriç
3.BlacK ExpLorer-
4.Root CodE
5.Artist Of Exploitation
6.Thee RockStar
7.CyberCore



বর্তমান Crew : 2 জন

·   




1.eXeo Desmond
2.Shakib Schwarzenegger 


 বর্তমান Beta  Crew :  7 জন

1.Double Zero
2.
Hex Injector 
3.
Acid Burner
4.
Black Hole
5.
Shahed Khan Sadhin
6.
ch13f 5p1r17
7.
Hizenbarg


বিভাগ / ডিপার্টমেন্ট / জোনঃ  টি 


1 . Programming Zone
2 . Exploit & Defacing Zone
3 . Training zone

4. The Black Hat  (BBHH Magazine)





 BBHH প্রতিষ্ঠার ইতিহাস

২০১২ সালের ২ জানুয়ারি বাংলাদেশের সাইবার স্পেসকে সুরক্ষিত ও শত্রুমুক্ত রাখার লক্ষ্য নিয়ে বিবিএইচএইচ গড়ে তোলেন কিছু সংখ্যক তরুণ দেশের অনলাইন নিরাপত্তা জোরদার করাও ছিল সংগঠনটির আরেকটি লক্ষ্য নিয়মিত বাংলাদেশী সাইটের ত্রুটি পরীক্ষা করা, এবং তা সাইট এডমিনকে জানানোর মাধ্যমে বাংলাদেশের সাইবার স্পেসকে আরও নিরাপদ রাখার মহৎ ব্রত নিয়া যাত্রা শুরু করে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স সেই ধারা এখন অব্যাহত আছে। মূলত ভারতীয় সীমান্তরক্ষাকারী বাহিনী BSF কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদস্বরূপ কিছু একটা করার প্রত্যয় থেকেই BBHH গ্রুপটির জন্ম ।  সেই সময়ের প্রেক্ষাপটে BSF এর অমানবিক এবং নৃশংশতা দেখে এদেশের আপামর জনসাধারণের পাশাপাশি হ্যাকারদের মনেও বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় , যার ফলস্বরূপ কিছু সংখ্যক প্রবাসী এবং এদেশে বসবাসরত হ্যাকার BBHH এর গঠন করে এবং ভারত সরকারকে সতর্কবার্তা পাঠায় । তারপরপরই ভারতীয় হ্যাকাররা এদেশীয় সরকারী ওয়েবসাইটে হামলা করে , BBHH ও পাল্টা ভারতীয় সাইট হ্যাকিং শুরু করলে লেগে যায় সাইবার যুদ্ধ । 

বাংলাদেশ বনাম ভারত সাইবার যুদ্ধ
: প্রেক্ষাপট





চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আটরশিয়া গ্রামের হাবিবুর রহমান নামক ব্যক্তিকে ভারতীয় সীমান্তে গরু পাচারকারী সন্দেহে বিএসএফ জোয়ানরা হাত-পা বেঁধে বিবস্ত্র করে রাইফেলের বাঁট ও লাঠি দিয়ে নির্মমভাবে পেটায়। হাবিবুর রহমানের দেয়া বর্ণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মৌরুসি সীমান্তচৌকির বিএসএফ সদস্যরা ৯ ডিসেম্বর তাকে ধরে নিয়ে যায়। 
 এ সময় বিএসএফের জওয়ানেরা তার কাছে দুই হাজার টাকা, পাঁচটি টর্চলাইট ও একটি মুঠোফোন দাবি করে। কিন্তু সেগুলো দিতে না পারায় বিএসএফের সদস্যরা নির্যাতনের পর সারা রাত বেঁধে রাখে। পরদিন ১০ ডিসেম্বর ভোর সাড়ে ৪টার দিকে আবারো নির্যাতন চালায়। বিএসএফ জওয়ানেরা তার পরনের লুঙ্গি খুলে ছিঁড়ে দুই ভাগ করে লাঠির সঙ্গে হাত বেঁধে দ্বিতীয় দফায় মারধর শুরু করে। তারা সাতজন রাইফেলের বাঁট ও লাঠি দিয়ে গোপনাঙ্গসহ পুরো শরীরে বেধড়ক পেটায়। 







এ সময় জ্ঞান হারিয়ে ফেললে বাঁধা অবস্থাতেই সীমান্তের পাশে একটি সরিষা খেতে ফেলে রাখে। এই ঘটনাটি মোবাইল ফোন দিয়ে ১১ মিনিটের একটি ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিলে বাংলাদেশীদের মধ্যে তা চরম সাড়া ফেলে। এমনকি ভারতীয় বিভিন্ন মানবাধিকার সংগঠনও এর বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। আর এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স  ভারতের এজাতীয় বর্বরতার বিরুদ্ধে সাইবার-আক্রমণের সিদ্ধান্ত নেয়। এই ঘটনার বিচার হিসেবে বিএসএফ-এর আদালতে অতি গোপনীয়তায় ৭ কনস্টেবলের প্রত্যেককে ৮৯ দিনের জেল দেয়া হয়েছে। ঘটনায় জড়িত কমান্ডার প্রধান কনস্টেবলকে পদাবনতি ঘটিয়ে সাধারণ কনস্টেবল করা হয়েছে। তবে তাকে কারাদণ্ড দেয়া হয়নি। এই বিচারসত্ত্বেয় এই সাইবার-যুদ্ধ অব্যাহত থাকে, কেননা এই বিচারকে ন্যায্য মনে করেনি অনেকে। এমনকি ভারতীয় মানবাধিকার সংগঠন এমএএসইউএমসংক্ষেপে মাসুম এই বিচারকে যথেষ্ট মনে করেনি।

এই সীমান্ত নির্যাতনের ঘটনা যখন আলোচনার তুঙ্গে, তখনই ২০ জানুয়ারি কুমিল্লার দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের দলকুইয়া গ্রামের সীমান্ত থেকে অপহৃত হন টহলে থাকা বিজিবি হাবিলদার লুৎফর রহমান। ২১ জানুয়ারি তাকে আহত অবস্থায় অপহৃত বিজিবি সদস্যকে ফেরত দেওয়ার মাত্র ২ ঘণ্টা পরেই যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন রাশেদুল নামে এক বাংলাদেশী এবং আহত হন ৩ জন। এইসব সীমান্ত নির্যাতন ও হত্যার ঘটনা স্মরণ করিয়ে দেয় পুরোন অনেক নির্যাতন আর সীমান্ত-হত্যাকে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বিগত ১০ বছরে বিএসএফের হাতে এক হাজারের বেশি বাংলাদেশী নিহত হয়েছে। এরমধ্যে ২০০১ সালে ৯৪ জন, ২০০২ সালে ১০৫ জন, ২০০৩ সালে ৪৩ জন, ২০০৪ সালে ৭৬ জন, ২০০৫ সালে ১০৪ জন, ২০০৬ সালে ১৪৬ জন, ২০০৭ সালে ১২০ জন ও ২০০৮ সালে ৬২ জন বাংলাদেশী নাগরিক বিএসএফের হাতে নিহত হন। মানবাধিকার সংগঠন অধিকার-এর মানবাধিকার রিপোর্ট-২০১১ অনুযায়ী, ২০০৯-২০১১—এই তিন বছরে বিএসএফের হাতে নিহত হয়েছেন ২০৩ জন বাংলাদেশী নাগরিক। এর মধ্যে ২০০৯ সালে ৯৮ জন, ২০১০ সালে ৭৪ জন এবং ২০১১ সালে ১৫ বছরের কিশোরী ফেলানীসহ ৩১ জন। একই সময় বিএসএফের হামলায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছেন ৯৮৭ জন, অপহরণের শিকার হয়েছেন অন্তত ১,০০০, নিখোঁজ হয়েছেন ২০০'রও বেশি মানুষ। সীমান্ত-হত্যা বিষয়ে অধিকার-এর প্রতিবেদনে আরো উল্লেখিত হয়, নিরস্ত্র নারী-পুরুষ, শিশুকে বিএসএফ হয় গুলি করে হত্যা করছে নতুবা নির্যাতন করে আহত করছে। এমনকি বিএসএফ বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করে কৃষি-জমিতে কর্মরত কৃষককেও গুলি করে হত্যার ঘটনা ঘটাচ্ছে। ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তের ৯৪৭ আন্তর্জাতিক সীমানা পিলারের কাছ দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় কাঁটা তারের বেড়ায় কাপড় আটকে গেলে ফেলানী (১৫) নামে এক কিশোরীকে বিএসএফ  গুলি করে হত্যা করে এবং পাঁচ ঘণ্টা তার লাশ কাঁটাতারের সঙ্গে ঝুলন্ত থাকে। ঝুলতে থাকে তার চুল গুলো, সাথে সাথেই আমাদের আবেগ ও ঝুলতে থাকা চুল গুলোর সাথে দুলতে থাকে। ৫ ঘণ্টা এই  অবস্থায় রাখার পর 






বিএসএফ তার লাশ ভারতে নিয়ে যায়।  এই ঘটনার সাথে বাড়তে থাকে ঘৃণা , ঘৃণা গুলা দল বেঁধে ছুটতে থাকে ওই পারে। এইসকল পরিসংখ্যান প্রকাশের মাধ্যমে অতীত মাথাচাড়া দিয়ে উঠার পাশাপাশি তার সাথে উঠে আসে তিতাস নদীর সঠিক হিস্যা আর টিপাইমুখ বাঁধ ইস্যুও। আর তারই প্রেক্ষিতে শানিত হয় এই সাইবার-যুদ্ধ ।

বাংলাদেশ বনাম ভারত সাইবার যুদ্ধ : আক্রমন – প্রতিআক্রমন

সীমান্তহত্যা যখন তুঙ্গে তখন BBHH ভারত সরকারকে সতর্ক করে একটা ভিডিও বার্তা পাঠায় । ভিডিওটিতে Musk পরিহিত একটা ক্যারেক্টার রোবোটিক কন্ঠে ইংরেজীতে একটা বার্তা পড়ে শোনায় । ইউটিউব লিঙ্কঃ http://goo.gl/dQxk03 । মাছরাঙ্গা টিভির সংবাদ লিঙ্কঃ http://goo.gl/os51W5





 বার্তাটি ছিল এরকম :
“Hallo  Citizens of Bangladesh . We are BD Black Hat Hackers . Dear Brother and Sister , Now It’s t
ime to open your eye . BSF killed more than 1000 Bangladeshi citizens and 987 others wound by BSF firing and more than thousand were kidnapped. It’s the crime against Humanity , they are doing injustice. In this Critical situation we have some responsibility . As a bangladeshi citizen , BSF chiefs statement , we can realize Indian govt.should  think about Bangladesh . We just want to say Indian Govt. , Stop killing Bangladeshi innocent people , otherwise , we will start our cyber mission against India . That can be each and every way . “


যার বঙ্গানুবাদ দাড়ায় :
“হ্যালো বাংলাদেশের নাগরিকরা, আমরা বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস। এখন সময় আমাদের চোখ খুলবার। বিএসএফ এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে, তাদের গুলিতে আহত হয়েছে আরও ৯৮৭ বাংলাদেশি। অপহৃত হয়েছে হাজারো মানুষ। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। তারা অবিচার করছে। সংকটময় এ মুহূর্তে বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদের কিছু দায়িত্ববোধ রয়েছে, আমরা চাই ভারত সরকার নিরপরাধ বাংলাদেশিদের হত্যা করা বন্ধ করুক। নতুবা আমরা ভারতীয়দের বিরুদ্ধে সাইবার-যুদ্ধ শুরু করব। এটি চলতেই থাকবে।
এই স্টেটমেন্ট এর পরপরই ইন্ডিয়ান হ্যাকার গ্রুপ ইন্ডিয়ান সাইবার আর্মি , ইন্ডিশেল , টীম গ্রে হ্যাটও বাংলাদেশের বিরুদ্ধে হুমকী দেয় তারা বাংলাদেশের সাইবার স্পেস গুরিয়ে দেবে। তারপর বেশ কিছু বাংলাদেশী সরকারী সাইট হ্যাক করে। তারপরপরই ইন্ডিয়ার সাইবার স্পেস এ একের পর এক  আঘাত হানতে শুরু করে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স , এর পরই বিডি ব্ল্যাক হ্যাট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে সাইবার ওয়ার।  তারা BSF এর ওয়েবসাইট www.bsf.gov.in অচল করে দেয় । এর কিছুক্ষনের মধ্যেই BSF এর বিকল্প ওয়েবসাইট www.bsf.nic.in পুরোপুরি অকেজো করে দেয় বাংলাদেশ ব্ল্যাক হ্যাট রা । ওইদিনই ভারতের মহারাষ্ট্র পুলিশের ওয়েবসাইট সহ বেশ কিছু ভারতীয় সরকারী বেসরকারী সাইট হ্যাক হয়। ১৫ জানুয়ারী ২০১২ রবিবার এ পিক আওয়ারে ভারতের শেয়ার বাজার সাইট অকেজো করে দেয় বাংলাদেশ ব্ল্যাক হ্যাট এর সদস্যরা ।পরবর্তীতে বিবিএইচএইচ এর সাথে এই সাইবার যুদ্ধে যোগ দেয় বাংলাদেশ সাইবার আর্মি এবং এক্সপায়ার সাইবার আর্মি । ২৩ ফেব্রুয়ারী ইন্ডিয়ান সিভিল ডিফেন্স এর  গুরুত্বপুর্ন এবং গোপনীয় ইনফরমেশন লিক করে পাবলিশ করে দেয় বিডি ব্ল্যাক হ্যাট হ্যকার্স। এর মধ্যে ইন্ডিয়ান নেভী সহ আরও অনেক সরকারী সাইটের গোপনীয় ইনফরমেশন   ডিটেইলস  পাবলিশ করে দেয়। যা গুরুত্ব সহকারে ইন্ডিয়ান মিডিয়া এবং  অনেক ইন্টারন্যাশনাল মিডিয়ায় উঠে আসে । এইবার হইচই পড়ে যায় ইন্ডিয়ান শিবিরে।  http://pastebin.com/akXaDB8v  এইখানে পাওয়া যাবে লিকড ইনফরমেশন।  এই  সাইবার ওয়ার চলাকালীন সময়ে ইন্ডিয়ান সরকার তাদের বেশ কিছু সরকারী সাইট অস্থায়ী ভাবে বন্ধ রাখার ঘোষোনা দেয় ।  সাইবার ওয়ার এ ভারতীয় জনতা পার্টি(BJP) , তৃণমূল কংগ্রেস এর ওয়াবসাইট সহ বেশ কিছু পলিটিক্যাল পার্টির সাইট হ্যাক হয় । বাদ ছিল না মিডিয়া , ব্যাংক সহ বিভিন্ন গুরুত্বিপূর্ণ সাইট । পরবর্তীতে BSF চীফ সীমান্তে হত্যা বন্ধের আশ্বাস দিলে সাইবার যুদ্ধের সমাপ্তি ঘোষনা করে ।

কিন্তু সীমান্তে আবার ও একজন বাংলাদেশি
BSF কর্তৃক হত্যা হলে BBHH , BCA , 3CA সম্মিলিতভাবে আবারো ভিডিও বার্তার মাধ্যমে সাইবার যুদ্ধের ঘোষনা দেয় । ভিডিও বার্তাটি ছিল অনেকটা এরকম




  People of Bangladesh,
Dear brother & sister,

We are Bangladesh blackhat hackers,
Bangladesh cyber army & Expire underground cyber army.You may already know about our Cyber War against Indian hacker groups.Our mission is to attack Indian websites until the government promise to stop border killing.We have already hacked more than 20 thousands Indian site.We still are keeping continue our cyber-attack against them.Proudly we can say, Indian cyber space is now in our control.We are glad to inform you, Indian hacker group left the war field in the 1st day of our attack.It’s one of our success but sorry to say, Indian government have not realized our massage and haven’t taken any step to stop BSF firing.
Now, we want to say, Indian government must withdraw the firing order to innocent Bangladeshis in the border.Special attention to BSF chief to postpone his statement about direct shoot.
We want firing free indo-bd border. Give guarantee about our innocent people’s life.
We have also a new issue, Stop Tipaimukh Dam.
What you saw in 2 days, it was a just a trailer and some general BD people just raised their voice.Our core team is still watching the last situation; we don’t want to harm any Indian innocent people.But it’s our mission to create their internal cyber problem.We will keep continue our cyber war until the government take any action to stop Indian crime.
Give us secure life; Take a secure cyber world from us!


কেন এই সাইবার যুদ্ধ:

আমাদের সাইবার যুদ্ধগুলোর পিছনে যে দাবি ছিল সেগুলো হল:

বিএসএফ কর্তৃক সীমান্তে নিরীহ বাংলাদেশী হত্যা কর বন্ধ করতে হবে। দেখামাত্র গুলি করা কোন সভ্য জাতির আচরণ হতে পা্রে না। আমরা তাদের কাছ থেকে মানবিক আচরণ চাই। আমরা বলতে চাই,
১।সীমান্তে আর কোন বাংলাদেশি নাগরিকের লাশ যেন না পড়ে।

২. টিপাইমুখ বাঁধ বন্ধ করতে হবে।

৩. তিস্তা পানি বণ্টন চুক্তি স্বাক্ষর করতে হবে।

৪. আমরা চাই ভারতীয় কোন টেলিভিশন চ্যানেল আমাদের দেশে আসবে না, যদি আসে তাহলে আমাদের সবকটি টেলিভিশন চ্যানেলকে পুরো ভারতে চালানোর ব্যবস্থা করতে হবে।

৫. বাংলাদেশ বিরোধী বিএসএফ-এর সব কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং অপরাধীদের সাজা দিতে হবে।
৬. ভারতকে বাংলাদেশ বিরোধী সব কর্মকাণ্ড থামাতে হবে।
কেন আমাদের মতো কিছু তরুণকে  যুদ্ধে নামতে হল:

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একের পর এক নিরীহ বাংলাদেশীকে হত্যা করে যাচ্ছে। এই রাষ্ট্র তার নাগরিক হত্যার প্রতিবাদ ঠিকমতো করতে পারছে না। নিজ নাগরিককে নগ্ন করে নির্যাতনের পরও যখন এই রাষ্ট্রযন্ত্র চুপ থাকে, দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, দেশের নিরীহ মানুষদের প্রতি যার ভালোবাসা আছে, সে কিভাবে চুপ থাকবে? সে কেন চুপ থাকবে? সে কি বিবেকহীন? সে কি আমাদের রাজনৈতিক নেতাদের মত চোখ বুজে থাকে? রাষ্ট্রযন্ত্র যখন এ সমস্যার সমাধান করতে পারেনি তখন আমাদের মতো একদল তরুণকেই এগিয়ে আসতে হয়েছে, আমরা আর কিভাবে  প্রতিবাদ করতে পারতাম? পুরো বিশ্বকে সীমান্তে বাংলাদেশী হত্যার এই মেসেজ দিতে এরকম সাইবার যুদ্ধ শুরু করা ছাড়া আমাদের আর কিই বা করার ছিল?

সাইবার যুদ্ধাকালীন মিডিয়া কর্মীদের কাছে পাঠানো ব্ল্যাক হ্যাটের বত্তব্যঃ
আমরা কি স্বাধীনতাবিরোধী? আমরা কি অপরাধী?
আমরা স্বাধীনতাবিরোধী নয়, ধর্মীয় সন্ত্রাসী নই। আমরা দেশের জন্য কাজ করছি।

আমরা বাংলাদেশের সাইবার যোদ্ধা। সীমান্তে দেশের নাগরিকদের নিরাপদ জীবনের দাবিসহ বেশ কয়েকটি উদ্দেশ্যে ভারতের সঙ্গে ‘সাইবার যুদ্ধ’ ঘোষণা করেছি। আমাদের যুদ্ধ চলছে, একের পর এক ভারতীয় ওয়েবসাইট আক্রমণ করে চলেছি।


আমরা বলতে চাই, দেশের নিরীহ মানুষগুলোর বুকে তাজা গুলি যারা সহ্য করতে পারেনি সেইসব তরুণরাই এ যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে। হাজার হাজার তরুণ এখন এ সাইবার যুদ্ধের সঙ্গে জড়িত। দেশের প্রতি ভালোবাসা থেকেই যুদ্ধে যুক্ত হচ্ছেন সাধারণ যোদ্ধারা। কোন রাজনৈতিক বা ধর্মীয় সংশ্লিষ্টতা নেই এ যুদ্ধে। আমাদের যুদ্ধে ইসলাম বা অন্যকোন ধর্ম নিয়ে আমাদের কোন ইস্যু নেই, খেয়াল করলেই দেখতে পাবেন, এই সীমান্তে হত্যা কিংবা নির্যাতনের প্রতিবাদে সবাই শামিল আছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান কিংবা বৌদ্ধ। সব ধর্মের যোদ্ধারাই নীরবে আক্রমণ চালিয়ে যাচ্ছেন।
আমাদের সাফ কথা, আমাদের কোন রাজনৈতিক মতাদর্শ নেই। আমরা স্বাধীনতাবিরোধী কোনো কার্যকলাপ তো করছিই না বরং স্বাধীনতা ছিনিয়ে নেবার বিরুদ্ধেই আওয়াজ তুলছি।

কিছু বিভ্রান্তিঃ
সাইবার ওয়ার চলাকালীন কিছু বিষয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। পরবর্তীতে ব্ল্যাক হ্যাট তাদের বত্তব্য সবার সামনে তুলে ধরে। এর মধ্যে অন্য দেশের হ্যাকারদের বাংলাদেশের পক্ষে সাইবার যুদ্ধে যোগদান এবং কোড রেড নামক একজন ভুয়া হ্যাকারের সাক্ষাৎকারের ব্যাপারটি উঠে আসে। 


১৯ ফেব্রুয়ারী ২০১২:
 আমরা BBHH এর পক্ষ থেকে কিছু ভুল ইনফর্মেশন যা অতি উতসাহী কিছু হ্যাকার এবং বিভিন্ন পেজের এডমিনদের মাধ্যমে ফেসবুক,ব্লগ হয়ে পরে মিডিয়াতেও ছড়িয়ে গিয়েছে এবং যা নিয়ে আমরাও কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি সেগুলো ক্লিয়ার করা প্রয়োজন মনে করছি।
ভুল খবর সমূহ

আমাদের এই BD vs IN ওয়ার এ নাকি পাকিস্তান, ইন্দোনেশিয়া , মালায়সিয়া , সিরিয়া , সৌদি আরব
আরও বেশ কিছু দেশ বাংলাদেশের সাথে জয়েন করেছে।

আননিমাস নাকি আমাদের সাথে আছে এইরকম আরেকটি নিউজও এসেছে যার কোন ভিত্তি নাই
আননিমাস এর কিছু মেম্বার আমাদের নৈতিক সমর্থন দিয়েছে মাত্র।

আরও বেশ কিছু নিউজ আছে যে INDiA দের সাথে নাকি ইসরাইল , রাশিয়া আছে ।

অন্য কোন দেশের সহযোগিতা নয়, শুধুমাত্র বাংলাদেশের ৩টি হ্যাকিং গ্রুপ এই যুদ্ধে অংশগ্রহন করছে।
BANGLADESH BLACK HAT HACKERS ,BANGLADESH CYBER ARMY & 3xp1r3 Cyber Army

আমরা নিজেদের যুদ্ধ নিজেরাই পরিচালন করতে সক্ষম। এইজন্য আমাদের কারো সহযোগিতা চাইবোনা। আরেকটি গুরুত্বপূর্ণ কথা।১৯৭১ এর চেতনাকে সমুন্নত রেখেই আমরা এই যুদ্ধে নেমেছি।তাই পাকিস্তানের সাথে কোনরকমের সম্পৃক্ততার ত প্রশ্নই আসেনা। আমরা আমাদের ভাইয়ের রক্তে রাংগানো হাত/মায়ের অস্রুসজল চোখের সাথে বেঈমানী করার আগে মৃত্যূকে বরণ করব। সকল হ্যাকার,পেজ এডমিন,সচেতন ফেসবুকার,ব্লগারদের সাহায্য কামনা করছি এইক্ষেত্রে। এটা ওয়েবের যুদ্ধ,তাই ভুল ইনফর্মেশন ছড়াতেই পারে,আমাদের সেইদিকে সচেতন করে আপনারাও আসুন আমাদের সাথে ।


প্রচারে : BANGLADESH BLACK HAT HACKERS


কোড রেড হ্যাকার নাটকঃ






তথাকথিত মুন্নি সাহা এটিএন বাংলায় এক অনুষ্ঠানে কোড রেড নামক এক হ্যাকারকে হাজির করেন। কিন্তু হ্যাকার নামধারী এই ভন্ড লোকটার কথা শুনেই বোঝা যায়, হ্যাকিং সম্পর্কে কোন জ্ঞান নেই। তাছাড়া ওই ব্যক্তি কোন টীমের সদস্য ছিল না। এটি ছিল মুন্নি সাহার একটি উদ্দেশ্য-প্রণোদিত,   কাল্পনিক, আজগবি আর নাটকের কল্পিত চরিত্র।  এই অনুষ্ঠান প্রচারের পর হ্যাকিং গ্রপ গুলোতে হইচই পরে যায়। এর পর বিডি ব্ল্যাক হ্যাট, বাংলাদেশ সাইবার আর্মি এবং এক্সপায়ার সাইবার আর্মি  এর প্রতিবাদ করে। ব্ল্যাক হ্যাটের পক্ষ থেকে এর নিন্দা জানানো হয়। এবং বত্তব্য তুলে ধরা হয়। ভুয়া হ্যাকারের সাক্ষাৎকার (http://goo.gl/zKWYUJ)


(১৮ ফেব্রুয়ারী ) বিডি ব্ল্যাক হ্যাটের বত্তব্যঃ
 
গত ১৭-০২-২০১২ তারিখে এটিএন নিউজ-এ কথা বলতে দেখেছি, তাকে বাংলাদেশ ব্ল্যাক হ্যাটসের এর কোনো এডমিন এবং মডারেটর সজ্ঞানে বা অজ্ঞানে চেনেন না। এটিএন নিউজে 'কোড রেড' নামে যে ব্যাক্তিকে উপস্থাপন করা হয়েছে সাইবার যুদ্ধের নেতা হিসাবে, তার সঙ্গে বাংলাদেশ ব্লাকহ্যাট হ্যাকার্সের  কোন সংশ্লিষ্ঠতা নেই। এটিএন নিউজের মিথ্যাচারের তীব্র  প্রতিবাদ জানাই আমরা।

আমরা গোপন সূত্রে জানতে পেরেছি, মুন্নি সাহা পুরো কাহিনী টি তৈরি করেছেন। আমরা তাঁর এহেন কাজের প্রতিবাদ জানাই। ভবিষ্যতে হয়ত অনেক নেতাকে হয়ত বড় হ্যাকার হিসেবে টেলিভিশনে দেখা যাবে, তাদের বিশ্বাস এবং বিভ্রান্ত  না হওয়ার  জন্যও ব্ল্যাকহ্যাট হ্যাকার্সের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।



বাংলাদেশ বনাম ভারত সাইবার যুদ্ধ : ফলাফল
 




সাইবার যুদ্ধ পরবর্তী বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স



সাইবার যুদ্ধ পরবর্তী  সময় আমরা বাংলাদেশের সাইবার স্পেসকে সুরক্ষিত রাখার চেষ্টা করে যাচ্ছি দেশের দুর্বল, ঝুঁকিপূ্র্ণ ওয়েবসাইটগুলোকে তাদের দুর্বলতা সম্পর্কে অবহিত করা হচ্ছে নিয়মিত । এছাড়া প্রতিনিয়ত চলে প্রোগ্রামিং, সিকিউরিটি নিয়ে গবেষণা, এছাড়া   বিভিন্ন কর্মকাণ্ড।  এছাড়া  আমাদের কর্মকান্ডে সন্তুষ্ট হয়ে অনেকেই বিভিন্নভাবে বিবিএইচএইচের সাথে যুক্ত হচ্ছে দেশের মানুষ আমাদের ভালবাসছে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া


 
আরও কিছু সাইবার যুদ্ধঃ
ইন্ডিয়ার সাথে সাইবার যুদ্ধের পরও আরও বেশ কয়েকটি সাইবার যুদ্ধ  করে বিডি ব্ল্যাক হ্যাট। এর মধ্যে উল্লেখযোগ্য, মায়ানমার এবং  পাকিস্থানের বিরুদ্ধে হামলা চালানো, বাংলাদেশী সাইবার স্পেসে আক্রমণের দাঁত ভাঙ্গা জবাব দিতেই এসব যুদ্ধ হয়। এছাড়া ফেলানী হত্যার  বিচারের অন্যায় রায়ের বিরুদ্ধে, এবং সর্বশেষ ৩ ক্রিকেট মোড়লের বাংলাদেশের টেস্ট খেলার অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বিডি ব্ল্যাক হ্যাট হ্যাকার্স একের পর এক আক্রমণ করে যায়। ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সাইবার স্পেসে আঘাত হানে। সব চেয়ে বড় আঘাত হানা হয়  ইন্ডিয়ান সাইবার স্পেসে। গুরুতপুর্ন সরকারী সাইট সহ অনেক ব্যাবসায়িক প্রতিষ্ঠানের ওয়েব সাইট অকেজো করে দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য  দেশটির সরকারি ওয়েবসাইট  অন্ধ প্রদেশের রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, আরেক সরকারী গুরুত্বপূর্ণ সাইট আরবান অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট । এছাড়াও ফিউচার স্পোর্টসওয়েবসাইট। এছাড়া গ্যালাক্সি ট্যাব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, শপিংহাট ইন্ডিয়া, নোকিয়া সিআরএম ইন্ডিয়া, স্যামস্যাং সিআরএম ইন্ডিয়া, ভারতীয় দৈনিক দ্য ডেইলি রিডার্সের অনলাইন সংস্করণ ওয়েবসাইট, লেটস শপ ইন্ডিয়া, জব প্রোভাইডার ইন্ডিয়া, ভারতীয় জনপ্রিয় ম্যাট্রিমোনি সাইট গেট ইওর ম্যাচ’-এর অফিসিয়াল ওয়েবসাইটসহ ভারতীয় বিবিন্ন ক্রিকেট সংস্থার ওয়েব সাইট সহ শত শত বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট যা দেশী- বিদেশী মিডিয়া গুলো গুরুতের সাথে প্রচার করে। এভাবেই বিডি ব্ল্যাক হ্যাট সব সময় সরব ছিল সাইবার স্পেসে।

পাকিস্থানের সাথে সাইবার যুদ্ধঃ  
ইন্ডিয়ার সাথে যুদ্ধ শেষ না হতেই আবার আরেক যুদ্ধে জড়িয়ে পড়তে হয় ব্ল্যাক হ্যাট দের। বিনা উস্কানীতে পাকিস্থানী হ্যাকাররা বাংলাদেশী সরকারী , বেসরকারী সাইটে আক্রমণ করতে থাকে। যার কারনে বিডি ব্ল্যাক হ্যাট পাকিস্থানী সরকারের উদ্দেশ্যে একটি ভিডিও ইউটিউবে পাবলিশ করে।লিঙ্কঃ http://goo.gl/MVgZKg 
মেসেজটি ছিলঃ
There is a Messege From BBHH to Pakistani Gov.
"From some days , we are observing that, pakistani hackers are continue attack in bangladeshi cyber space. Consequently pakistani hackers continue attack on our cyber space, the result will be devasting , we will destroy your cyber space. No one can save you . You have already seen in 1971 , what can bangladeshies do. By swearing we are saying that , we BBHH will smash your cyber space. In last cyber war with india you saw that what happened to them and it is not unknown to you. Till the last drop of blood we wll protect our cyber space as shell.

power that can't be imagined,
strength that can't be compared.
on the way of justice,
with the path of honesty,
we are bangladesh black hat hackers."


 এর পর বিবিএইচএইচ পাকিস্থান আর্মির ডাটাবেস পাবলিশড করলে পাকিস্থানী হ্যাকারদের টনক নড়ে। এর পর বাংলাদেশী সাইট হ্যাক কারী পাকিস্থানী  হ্যাকাররা তাদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রাথনা করে। কিন্তু এর মধ্যেই পাকিস্থানের সরকারী-বেসরকারী সাইটে একের পর এক হামলা চালায় ব্ল্যাক হ্যাটের সদস্যরা। এর পর বাংলাদেশের সাইটের কথা ভেবে এবং পাকিস্থানী হ্যাকারদের ক্ষমা চাওয়ার ব্যাপারটা  মাথায় রেখে  পাকিস্থানী সাইটে  হামলা বন্ধ করে ব্ল্যাক হ্যাটসরা। বিজয়ের মাসে দেশবাসী দেখতে পায়, আরেক বিজয়।


টিভির পর্দায় বিডি ব্ল্যাক হ্যাট হ্যাকার্সঃ

বাংলাদেশের টিভি চ্যানেলের ইতিহাশে প্রথমবারের মত হ্যাকিং নিয়ে পরিপুর্ন একটি টিভি প্রোগ্রাম করে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্সের সদস্যরা । বাঙ্গালদেশের টিভি চ্যানেল যমুনা টিভিতে দেখানো হয় এই প্রোগ্রামটি। যা প্রচার হওয়ার পর সারা দেশে হইচই পড়ে যায়। মানুষের কাছে হ্যাকিং নিয়ে অনেক ভ্রান্ত ধারনা দুর করতে সক্ষম হয় এই প্রোগ্রামটি। এখানে ব্ল্যাক হ্যাট মেম্বাররা দেখান কিভাবে সাইবার ক্রাইম হয়ে থাকে। কিভাবে হ্যাকিং এর শিকার হতে পারেন। প্রোগ্রামটি না দেখে থাকলে ব্ল্যাক হ্যাটের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন আপনারা । বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্সের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের এই লিঙ্কে ।


দ্যা ব্ল্যাক হ্যাট ম্যাগাজিনঃ 

বাংলাদেশের প্রথম ও একমাত্র সিকিউরিটি বিষয়ক ম্যাগাজিন বের করেছে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স। যেখানে হ্যাকিং থেকে মুক্তি পেতে বিভিন্ন টিপস, সাইটের সিকিউরিটি বাড়াতে টিপস, প্রোগ্রামিং, আইটি, আউটসোর্সিং, সহ আইটি বিষয়ক সব ফিচার থাকে। যা প্রকাশ করার পর ব্যাপক সাড়া পড়ে। ম্যাগাজিনটি শুধু মাত্র পিডিএফ ভার্সনে পাওয়া যাবে এবং  তা সম্পুর্ন ফ্রী তে। ম্যাগাজিন  ডাওনলোড করতে পারেন এই লিংক থেকে।




BBHH প্রোগ্রামিং ক্যাম্পঃ সম্প্রতি বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স চালু করেছে বিবিএইচএইচ প্রোগ্রামিং ক্যাম্প যেখানে জন সাধারণকে বিভিন্ন প্রোগ্রামিং জ্ঞানে সমৃদ্ধ করা হবে, শিখানো হবে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গয়েজ। এখানে রয়েছে বিভিন্ন ক্যাটাগরী। কিছু দিন আগে BBHH এর অফিশিয়াল ফ্যান পেজ, গ্রুপে এই ব্যাপারে পোস্ট দেওয়া হয়। অংশগ্রহনকারী বেশি হওয়ায় একটি পরীক্ষাও নেওয়া হয়। এতে শিক্ষার্থী বেশি হওয়ায় দ্বিতীয়বার আবার পরীক্ষা নেওয়া হয়। বর্তমানে প্রোগ্রামিং ক্যাম্পের ক্লাস চলছে। যেখানে বিডি ব্ল্যাক হ্যাটের নিজস্ব ট্রেইনারের পাশাপাশি আছে  আছে বিডি আইটি ল্যাব এর দক্ষ ট্রেইনাররা। যেখানে প্রায় ২০-৩০ হাজার টাকার প্রিমিয়াম কোর্স ফি ফ্রী তে দিয়ে আমাদের সাথে কাজ করছে বিডি আইটি ল্যাব। 
যা যা শিখানো হবেঃ


1.C extends C++ with OpenGL
2.Java extends Android & web App Development
3.Problem Solving & Different Algorithms
4.Python
5. PHP with HTML
6.Cross Plat formGame Development





ভবিষ্যৎ পরিকল্পনাঃ
 বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যার্কাসের রয়েছে কিছু সুনির্দিষ্ট  পরিকল্পনাঃ
বাংলাদেশের মানুষকে আইটি শিক্ষায় দক্ষ করে তোলা
 অনলাইন এ আইটি এবং সাইট সিকিরিটি এর উপর বিভিন্ন সেমিনার করা
দরিদ্র ও ছিন্নমুল মানুষদের যথাযথ  শিক্ষা দিয়ে তার মাধ্যমে আত্ন কর্মসংস্ঠানের জন্য যোগ্য করে তোলা
ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপ  এ অন লাইন ওয়েভিনার এর মাধ্যমে শিখানো এবং আউট সোর্সিং এ উৎসাহিত করা
সাইট এডমিন দের অন লাইন ওয়েভিনার এর মাধ্যমে সাইটের নিরাপত্তা নিয়ে প্রশিক্ষন






কারা এই ব্ল্যাক হ্যাট হ্যাকারঃ

মূলত বাংলাদেশের আইটি তে দক্ষ তরুনরাই এই দলের সদস্য তারা বিভন্ন নামি দামী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র এছাড়া খুব মেধাবী,স্কুলের ছাত্ররা ও আছে যারা আইটি তে খুবই দক্ষএবং
 যোগ্য শুধু মাত্র তারাই এই দলের সদস্য তাদের মধ্যে প্রান চাঞ্চল্য আছে তারা শুধু মাত্র দেশের
 জন্য কাজ করে দেশের সাইটের নিরাপত্তার জন্য তারা কোন সাইট এ নিরাপত্তা ঝুকি থাকলে নিজ
 উদ্যাগে সাইট এডমিন কে অবহিত করে এছাড়া এই টিম এ রয়েছে এক ঝাঁক  দক্ষ প্রোগ্রামার
 আইটি স্পেশালিষ্ট, সিকুরিটি স্পেশালিষ্ট, ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার




বাংলাদেশ ব্ল্যাক হ্যাটের দ্বিতীয় জন্মদিন এবং কিছু কথা

গত ২ জানুয়ারী ২০১৪ তে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স তৃতীয় বর্ষে পদার্পণ করলো ।
BBHH কাটালো ঘটনাবহুল দুইটি বছর। দুই বছর পূর্তি উপলক্ষে BBHH এর মেম্বার রা সাইট ডিফেস দিয়ে/BBHH নিয়ে তাদের অনুভূতি তাদের ফেসবুক গ্রুপে প্রকাশ করে পরে সেগুলো BBHH এর ফ্যান পেজ থেকেও পাবলিশ হয় । গ্রপের সবাই প্রকাশ করে তাদের ব্ল্যাক হ্যাটে যুক্ত হওয়ার ঘটনা, এবং তাদের অনুভূতি।  প্রতি বছর আনুষ্ঠানিকভাবে  কেক কাটা সহ নানা প্রোগ্রাম এর মধ্য দিয়ে পালিত হয় বিডি ব্ল্যাক হ্যাটের জম্ম দিন


পরিশেষেঃ

বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্সের জম্মই হয়েছিল বাংলাদেশের সাইবার স্পেসকে সুরক্ষিত ও শত্রুমুক্ত রাখার উদ্দেশ্যে। ব্ল্যাক হ্যাটের অঙ্গীকার, শেষ রক্তবিন্দু দিয়েও আমরা দেশের সাইবার স্পেস কে সুরক্ষিত করে যাব। বিদেশী হ্যাকারদের আক্রমণ প্রতিহত করব।

ব্ল্যাক হ্যাট কখনই বাংলাদেশের সাইবার স্পস নিয়ে কোন ধরনের পরীক্ষা- নিরীক্ষা করে না। এবং এটি ব্ল্যাক হ্যাটসের মূলনীতি। এছাড়া বিডি ব্ল্যাক হ্যাট শুধু মাত্র দেশীয় স্বার্থ রক্ষায় কাজ করে। কোন ধরনের ব্যাক্তিগত বা টাকার বিনিময়েও কোন কাজ করে না। ব্ল্যাক হ্যাট দেশের স্বার্থ বিরোধী কোন কাজ করে না। দেশের জন্য কিছু করতে পারাটা আমাদের জন্য অনেক আনন্দের, গর্বের। আমরা একজন বাংলাদেশী হিসেবে জম্ম গ্রহন করে গর্বিত। আসুন দেশকে ভালবাসি, দেশের মানুষকে ভালবাসি। আমাদের সবার অংশগ্রহণে আমাদের দেশ এগিয়ে যাবে, উন্নত বিশ্বে আমরা মাথা তুলে দাঁড়াব। দেখিয়ে দেব আমাদের দেশ প্রেমের শক্তি। যা আমরা দেখিয়েছি ৭১ সালে।  

110 comments:

  1. Both things are not present that i need.
    No news of TZ & Tutorial pages are incomplete.

    ReplyDelete
  2. BBHH er programming course e join korbo kivabe??

    ReplyDelete
    Replies
    1. Brother, Me Too . But No one help me. please help me

      Delete
  3. hey little hacker we are anonymous...gussssssssssssss who.
    you can not skip from me.bbhh baker bhai house hackers.
    my name is ....anonymous.who is .......a member of .......
    if didn't withdraw your banned on me i can do anything.....
    bd cyber is protected but it is not fully.i give the security those website who's are hacking able..
    if i tell anonymous they would attack bd cyber......
    u can not ....skip....chose your.......or meet me ............
    ("?")

    ReplyDelete
  4. Hacker Brother I want to learn Hacking from you. So that I can help My country with you . please help me. আমি শুনেছি যে এখানে নাকি বাংলাদেশের সবাইকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন দয়া করে আমাকে একটা সুযোগ দিন.

    ReplyDelete
  5. I want to join as a member of Bangladesh Black HAT Hackers, Please help me,
    Give me a way how to involve with you.

    ReplyDelete
  6. Bangladesh Balck Hat Hacker please help me

    ReplyDelete
  7. Bangladesh Balck Hat Hacker please help me

    ReplyDelete
  8. BBHH er programming course e join korbo kivabe??

    ReplyDelete
  9. sir i need ur help so plz so please rply me

    ReplyDelete
    Replies
    1. i want to know that how to haked a web site

      Delete
  10. আমাকে নিয়েন আপনাদের গ্রুপে আমি সততার সাথে কাজ করব ইস শা আল্লাহ। আমি দেশের জন্য কিছু করতে চাই। প্লিজ আমার সাথে যোগাযোগ করুন। এই জিমেইল এ itusar50@gmail.com

    ReplyDelete
    Replies
    1. Amio Add hote chai apnader sathe

      Delete
    2. Amio Add hote chai apnader sathe

      Delete
    3. আমি আপনাদের সাথে কাজ করতে চাই
      ছোট বেলা থেকে হেকিং সম্পর্কে অনেক
      আর্গহি ছিলাম আমি কাজ করতে চাই প্লিজ আপনাদের সাথে নিয়ে নিবেন আমাকে আমি রিপ্লাই এর অপেক্ষা করবো
      elhanhasan36667@gmail.com

      Delete
  11. thank Bangladesh Black HAT Hackers

    ReplyDelete
  12. apnara ki r member niben??

    ReplyDelete
  13. Hello Bhaiya ra ami apnader group er ekjon member ki hote parbo??? ami php,C(alpo jani) , Kali linux alpo jani.If amk jodi ektu source dewa jai ami apnader moto hote na parleo choto ekjon hote parbo... :)

    ReplyDelete
  14. hlw bhai ami akta bipode aci plz bhai amare help koran.amar akta mail hack hoa gese.se gmail ta chilo clash of clan er plz bhai help koran

    ReplyDelete
  15. ভাইয়া আমি চট্রগ্রাম এ থাকি। এখানে কি কেও আপনারা থাকেন?? এন্ড আমি আপনাদের Learner হতে চাই। সুতরাং, আমি কি করব?? আমি HTML,DATA Basge,web page,c programma শিখছি। তাই আমি এখন কি করতে পারি।

    ReplyDelete
    Replies
    1. Apni kono reply peyesen ki pele janabn amio akoi somossay vugsi

      Delete
  16. I want to join with you brother.Please learn me.I have lot of interest to hacking.Please contuct me....01629447007

    ReplyDelete
  17. Vai..airtel..amader sob taka khay...30s net chalale sob taka loya jai ga apnara oder kiso Loren...pls...

    ReplyDelete
  18. Tnx B.B.H.H oneeek help peyeci apnader kace theke....

    ReplyDelete
  19. আমি আপনাদের সাথে যোগ দিতে আন্তরিকভাবে ইচ্ছুক.. একটা সু্যোগের প্রয়োজন!!

    ReplyDelete
  20. plz apnader fb page er inbox check koren..ami khub bipode porsi

    ReplyDelete
  21. can you hack our site http://world.teamobi.com/community/forum.html you can't hack into our site and delete our forum because you bd hackers have no skills you hacker's are the lowest in class just try to delete our forum I know you bd losers can't delete our site Bangladeshi hacker's couldn't destroy our forum or disable losers world.teamobi.com/community/forum.html this will never be hacked by you. You can't delete our site losers

    ReplyDelete
  22. apnader nije der operating system er download link ta deben plz.

    ReplyDelete
  23. I wanna join with you guys and help Bangladesh my email mashafiahmed@gmail.com

    ReplyDelete
  24. Dear brothers
    How are u?
    Just need urs help if u help me please ans me as soon as

    ReplyDelete
  25. Ami aponadar kaca sika aponadar sathai kaj korta cai........

    Ple....add your group☠☠☠☠☠☠

    ReplyDelete
  26. Brother...Is there any way to join ...

    ReplyDelete
  27. Vai amar gmail id hack korce .hack Kore amar mobile number and password change korce. Tahole amar id ferod pabo ki .VAI plzzz help

    ReplyDelete
  28. ভাই আমিও আপনাদের সঙ্গে থাকতে চাই,
    দেশের জন্য কিছু করার সুযোগ দেন।

    ReplyDelete
  29. ভাই আমিও আপনাদের সঙ্গে থাকতে চাই,
    দেশের জন্য কিছু করার সুযোগ দেন।

    ReplyDelete
  30. Nice bro.....I love you hacker....

    ReplyDelete
  31. আমি কি চাইলে আপনাদের মতো একজন যোদ্দা হতে পারবো। আমার মনে জানার ও শিখার অনেক ইচ্ছা আছে।

    ReplyDelete
  32. I WANT TO BECAME A HACKER CAN YOU HELP ME BBHH

    ReplyDelete
    Replies
    1. কিভাবে হেল্প করতে হবে

      Delete
    2. ভাইয়া আমার gmail account কেউ একজন নিয়ে নিয়েছে গত তিন বছর হল , আমি গুগোলে অনেক ট্াই করেছি বার বার তারা মোবাইল নম্বর চায় হ্াকার আমার নাম মোবাইল নম্বর পাসওয়াড সব পালটিয়ে দিয়েছে আমার একাউন্ট এ আমি আসলে clash of clan গেম টি খেলটাম আর কিচ্ু করতাম না আমার 3 বছর তরে তৈরি করা গেমটা নিয়ে নিয়েছে আমি যখন শেষ খেলেছিলাম তখন th 9 max ছিল আমার অনেক পরিশ্রম এর একাউন্ট ছিল ওটা murshed.hasan20@gmail.com এটি ছিল আমার একাউন্ট শেষ password ছিল : 01711578260/m আমি ওটা যে মোবাইল দিলে খুলি তার মডেল symphony w18 আমি ওটা দুপুর 2 টা হতে 4 টার মধ্যে খুলি ডেট টি মনে নেই 2016সালে খুলি আমি , যখন খুলি তখন 01703691545 এই নম্বর দিয়ে খুলি please help me ��

      Delete
  33. ভাই আমিও আপনাদের সঙ্গে থাকতে চাই,
    দেশের জন্য কিছু করার সুযোগ দেন।

    ReplyDelete
  34. Vai ami apnader sathe kaj korte chai

    ReplyDelete
  35. Bro Apnader sate ki babe jogajog kora jabe

    ReplyDelete
  36. Vai ame apnadar sata kaj korta cay please vai ra amak join din amer fb id nam atuno saha please vai ra amak join dan

    ReplyDelete
  37. i need a real and good hacker who can really work. i will pay per day a good amount. if anyone have then contact me

    ReplyDelete
    Replies
    1. Jekono id hack korte contract me
      Contract Imo 01994033166
      Paid Works
      Bd Official Hacker

      Delete
    2. Paid Works
      Bd Official Hacker

      Delete
  38. hacker bi amak akto help korben

    ReplyDelete
  39. Amar akta sopno ata vai je ami apnadr sathe join hobo
    Please help me

    ReplyDelete
  40. ai programming course ta kotha kivabe korbo .....plz ektu janaben

    ReplyDelete
  41. kn se zaban ha ya samje nai aty

    ReplyDelete
  42. BEST OF LUCK GUYS
    I REALLY PROUD OF YOU
    CARRY ON

    ReplyDelete
  43. আপনাদের সাথে কাজ করতে চাই

    ReplyDelete
  44. programming course ta shikhbo kivabe

    ReplyDelete
  45. Love yuo BBHH (Bangladesh blac hate hakers) . I proud of you

    ReplyDelete
  46. I wanna learn hack. Can i join ur team

    ReplyDelete
  47. ভাইয়া আমার gmail account কেউ একজন নিয়ে নিয়েছে গত তিন বছর হল , আমি গুগোলে অনেক ট্াই করেছি বার বার তারা মোবাইল নম্বর চায় হ্াকার আমার নাম মোবাইল নম্বর পাসওয়াড সব পালটিয়ে দিয়েছে আমার একাউন্ট এ আমি আসলে clash of clan গেম টি খেলটাম আর কিচ্ু করতাম না আমার 3 বছর তরে তৈরি করা গেমটা নিয়ে নিয়েছে আমি যখন শেষ খেলেছিলাম তখন th 9 max ছিল আমার অনেক পরিশ্রম এর একাউন্ট ছিল ওটা murshed.hasan20@gmail.com এটি ছিল আমার একাউন্ট শেষ password ছিল : 01711578260/m আমি ওটা যে মোবাইল দিলে খুলি তার মডেল symphony w18 আমি ওটা দুপুর 2 টা হতে 4 টার মধ্যে খুলি ডেট টি মনে নেই 2016সালে খুলি আমি , যখন খুলি তখন 01703691545 এই নম্বর দিয়ে খুলি please help me

    ReplyDelete
  48. Vaia..amar Uncale mara mara gece..and tar phn e password daoa...amar everything ace but oi password ta crack or unlock korte hbe..vai kono hacker vai ra aktu help korben?? please ...onnk urgent ... reply den bro

    ReplyDelete
  49. Hellow sir
    I am Mushfiqur Rahman I am a Computer Science and Engineering student..I am very interested about cybersecurity..I choose my field as cybersecurity researcher..so I start bug bounty recently..I want your help sir to become a good cybersecurity Researcher and want to join your community want to work with your team..I don't know how to communicate with you so I drop my comment here...
    Thank You
    Mushfiqur Rahman
    mushfiquranik66@gmail.com

    ReplyDelete
  50. How to join in this group????

    ReplyDelete
  51. শান্তি ও দয়া বর্ষিত হোক আপনাদের সবার উপর।
    সীমান্তে আবার সাধারণ মানুষ হত্যা হচ্ছে। আমাদের পাশে দাড়ানোর অনুরোধ করছি।

    ReplyDelete
  52. We provide 100% safe all kind of hacking services. Professional hacker for hire, Best website to hire hacker, How to hire a professional hacker, Website to hire hackers online, Hack email password online

    professional hackers for hire
    Professional website hacker
    Social media hackers for hire
    website hackers for hire

    ReplyDelete
  53. I will join this group

    ReplyDelete
  54. Go ahead BD black hat boys..,...

    ReplyDelete
  55. i want to learn haching and i need your help [please reply]

    ReplyDelete
  56. Assalamualaikum, I came to know that you publish magazines and writings about cyber networking. Can you tell me where I can find all of your writings and publications. It will be a great benefit to me . Thank you

    ReplyDelete
  57. Hi bro I want to be a haker...please help me....

    ReplyDelete
  58. I am Md.Mehedi Hassan.I was suffering a virtual problem (harassment) . And BBHH help me to solve the problem.
    Thanks a lot to you guys.

    ReplyDelete
  59. hello sir, apnara amar gmail er password recovary te help korben?

    ReplyDelete
  60. we love our country,and our people.we are proud for our cyber soldiers��

    ReplyDelete
  61. ভাই বাংলাদেশ এর ওপর হামলা করলো এখন কিছু করবেন না..? চীন দের হ্যাকার দের.?

    ReplyDelete
  62. I WANT TO JOIN BBHH. I ALSO WANT TO LEARN SOMETHING WITH THE REBELS OF BANGLADESH HACKING INDUSTRY .

    ReplyDelete
  63. Bhai akaner akjon k tk disilam
    Then akn amake block kore dise
    Unir fb id name yash raj

    Unike total 850 taka disilam ami

    Deathlord evan maybe uni

    ReplyDelete
  64. Ifeel proud because i am a Bangladeshi!

    ReplyDelete
  65. Vaia assalamualaikum apnader sathe jogajog korte cai.
    Kindly phone number ta dewa jabe please.

    ReplyDelete
    Replies
    1. Gp link theke kotha bolte paren

      Delete
    2. আমাকে আপনাদের ট্রেনিং সেন্টারে ভর্তি নিন। আর আমরা আমি আপনাদের সাথে কাজ করতে চাই প্লিজ আমার সাথে যোগাযোগ করুন।আমি আমার ডিটেলস দিতে পারছি না প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম সৈয়দ তাসিন আরহাম নাম্বার দিয়ে দিব যোগাযোগ করুন। 01645271099

      Delete
  66. এ পোস্ট পড়ে ভারতের প্রতি আমার অনেক হচ্ছে । আমি ছোটবেলা থেকে হ্যাকিং এর প্রতি আগ্ৰহ। আমি হ্যাকিং শিখতে চাই। আমিও আপনাদের সাথে কাজ করতে চাই। দয়া করে আপনারা আমাকে শামিল করুন
    01754008295
    জাযাকাল্লাহ

    ReplyDelete
  67. ❤️❤️❤️❤️

    ReplyDelete
  68. ❤️❤️❤️❤️


    It’s ME...https://www.facebook.com/tnc373

    any problem msg me I try solve ur Prblm.... msg me "Hey BBHH Message I needs Help"... Then I Response you✅

    ReplyDelete

 

© 2014 Bangladesh Black HAT Hackers. All rights resevered. Designed by 8l@ck 3xplor3r And Blogger

Back To Top