BBHH প্রোগ্রামিং ক্যাম্পঃ সম্প্রতি
বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স চালু করেছে বিবিএইচএইচ প্রোগ্রামিং
ক্যাম্প যেখানে জন সাধারণকে বিভিন্ন প্রোগ্রামিং জ্ঞানে সমৃদ্ধ করা হবে,
শিখানো হবে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গয়েজ। একদম বিনামূল্যে!!! আমরা মেধাকে বিক্রি করি না, ছড়িয়ে দেই :)
এখানে রয়েছে বিভিন্ন ক্যাটাগরী। কিছু দিন আগে BBHH এর অফিশিয়াল ফ্যান পেজ, গ্রুপে এই ব্যাপারে পোস্ট দেওয়া হয়। মেম্বার সিলেকশানের জন্য একটি পরীক্ষাও নেওয়া হয়। এতে শিক্ষার্থী বেশি হওয়ায় দ্বিতীয়বার আবার পরীক্ষা নেওয়া হয়। বর্তমানে প্রোগ্রামিং ক্যাম্পের ক্লাস চলছে। যেখানে বিডি ব্ল্যাক হ্যাটের নিজস্ব ট্রেইনারের পাশাপাশি কাজ করছে Bytes IT Lab এর দক্ষ ট্রেইনাররা। যেখানে প্রায় ২০-৩০ হাজার টাকার প্রিমিয়াম কোর্স ফি ফ্রী তে দিয়ে আমাদের সাথে কাজ করছে বাইটস আইটি ল্যাব। দেশের মানুষকে প্রোগ্রামিং জ্ঞানে সমৃদ্ধ করার কাজে আমাদের সাথে এগিয়ে আসার জন্য তাদের প্রতি অপরিসীম কৃতজ্ঞতা!
এখানে রয়েছে বিভিন্ন ক্যাটাগরী। কিছু দিন আগে BBHH এর অফিশিয়াল ফ্যান পেজ, গ্রুপে এই ব্যাপারে পোস্ট দেওয়া হয়। মেম্বার সিলেকশানের জন্য একটি পরীক্ষাও নেওয়া হয়। এতে শিক্ষার্থী বেশি হওয়ায় দ্বিতীয়বার আবার পরীক্ষা নেওয়া হয়। বর্তমানে প্রোগ্রামিং ক্যাম্পের ক্লাস চলছে। যেখানে বিডি ব্ল্যাক হ্যাটের নিজস্ব ট্রেইনারের পাশাপাশি কাজ করছে Bytes IT Lab এর দক্ষ ট্রেইনাররা। যেখানে প্রায় ২০-৩০ হাজার টাকার প্রিমিয়াম কোর্স ফি ফ্রী তে দিয়ে আমাদের সাথে কাজ করছে বাইটস আইটি ল্যাব। দেশের মানুষকে প্রোগ্রামিং জ্ঞানে সমৃদ্ধ করার কাজে আমাদের সাথে এগিয়ে আসার জন্য তাদের প্রতি অপরিসীম কৃতজ্ঞতা!
যা যা শিখানো হবেঃ
1.C extends C++ with OpenGL
2.Java extends Android & web App Development
3.Problem Solving & Different Algorithms
4.Python
5. PHP with HTML
6.Cross Platform Game Development
এবার ক্লাস পদ্ধতি সম্পর্কে জানুন। কিভাবে আমাদের ক্লাস হয়। ক্লাস হয় ফেসবুক গ্রুপে
Class Routine for both Java & C Learners
Class Time : 12:00 am
Monday : Tutorial Class
Tuesday : Discussion Class
Wednesday : Tutorial Class
Thursday : Discussion Class
Friday : Exam + Problem Solving
Saturday + Sunday : Self study
======================================
ক্লাস পদ্ধতি
১। প্রতি ক্লাসে ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়।
২। ডকে টিউটোরিয়াল দেওয়া হয়, এবং ভিডিও টিউটোরিয়াল নিয়ে আলোচনা হয়।
৩। স্কাইপে ডিসকাস ক্লাস হয়। এখানে সবাই নানা সমস্যা, জানা- অজানার বিষয় নিয়ে আলোচনা করে।
৪। নিয়মিত এক্সাম + হোম টাস্ক নেওয়া হয়।
BBHH Programming Camp এ অংশগ্রহনের নিয়মাবলী:
1. প্রোগ্রামিং সম্পর্কে বেসিক ধারনা থাকতে হবে।
২। অনলাইন এক্সামে অংশগ্রহন করতে হবে।
৩। পরীক্ষার বিষয় বস্তুঃ প্রোগ্রামিং বেসিক, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা।
৪। কমপক্ষে ৭০% পেয়ে উত্তীর্ন হতে হবে।
৫। যারা পরীক্ষায় ৭০% নাম্বার পেয়ে পাশ করবেন তারাই প্রোগ্রামিং ক্যাম্পে অংশ গ্রহন করার সুযোগ পাবেন।
[ব্রিঃ দ্রঃ বর্তমানে প্রোগ্রামিং ক্যাম্প চলমান অবস্থায় আছে। এই সেশনে আর কোন মেম্বার নেওয়া হবে না। পরবর্তী সেশনে আমরা আবার নোটিশ দিয়ে জানাব। এই ক্ষেত্রে আমাদের অফিশিয়াল ফ্যান পেজ গুলো এবং গ্রুপে চোখ রাখতে হবে]
অফিশিলায় ফ্যান পেজ
ম্যাগাজিন ফ্যান পেজ
মিডিয়া গ্রুপ
0 comments:
Post a Comment