ভারত-বাংলাদেশ সাইবার যুদ্ধের কথা মনে আছে? মূলত বাংলাদেশের হ্যাকিং পর্বটা শুরু হয়েছে এই ফেলানীর মাধ্যমে। নত জানু পররাষ্ট্র যখন কিছুই করতে পারছিল না তখন কিছু তরুন তাদের প্রতিবাদ জানাতে ইন্ডিয়ান সাইট হ্যাক করে তাদের দাবী দাওয়া তুলে ধরেছিল, যার শুরুটা করেছিল বাংলাদেশে ব্ল্যাক হ্যাট হ্যাকারস ভারতের বিরুদ্বে সাইবার যুদ্ধ ঘোষনা করে। এর পরের ইতিহাস সবাই জানেন। ভারত শোচনীয়ভাবে যুদ্ধে হেরে যায়, ৩০-৪০ হাজার সাইট হ্যাকড হয়, যেখানে বিডি ব্ল্যাকহ্যাটের পাশাপাশি আরো দুইটি হ্যাকার টীম কাজ করেছিল।
ফেলানীর প্রহশন মূলক বিচারের রায়ে আবার ইন্ডিয়ান সাইটে সীমিত পরিসরে আক্রমন শুরু করে গত ১৩ই সেপ্টেম্বর ২০১৩। । সেখানে বাংলাদেশের মানুষের প্রতি আহবান জানানো হয়েছে যাতে তারা ভারতীয় সকল পন্য বর্জন করেন, এবং ফেলানীর একটি গানও সেখানে যুক্ত করা হয়েছে।
"আমরা কয়েক দিন পর্যবেক্ষণে ছিলাম। এখন অফিসিয়ালি বাংলাদেশের হ্যাকার টিমের মধ্যে প্রথম ঘোষণা দিলাম। প্রথম দিনে শতাধিক সাইট হ্যাক করলাম। ভারতের সাইবার স্পেসে আমাদের এ হামলা অব্যাহত থাকবে। এ হামলা হবে দীর্ঘমেয়াদী, যতই দিন যাবে ততই তীব্র থেকে তীব্রতর হবে এই হামলা। যতদিন ফেলানীর হত্যাকারীকে ফাঁসিতে ঝুলানো না হবে ততদিন আমরা ভারতের সাইবার স্পেসে হামলা চালিয়ে যাব"
সেই যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষনা
আমরা
কয়েক দিন পর্যবেক্ষণে ছিলাম। এখন অফিসিয়ালি বাংলাদেশের হ্যাকার টিমের
মধ্যে প্রথম ঘোষণা দিলাম।
প্রথম দিনে শতাধিক সাইট হ্যাক করলাম। ভারতের সাইবার স্পেসে আমাদের এ হামলা
অব্যাহত থাকবে। এ হামলা হবে দীর্ঘমেয়াদী, যতই দিন যাবে ততই তীব্র থেকে
তীব্রতর হবে এই হামলা।
যতদিন ফেলানীর হত্যাকারীকে ফাঁসিতে ঝুলানো না হবে ততদিন আমরা ভারতের সাইবার
স্পেসে হামলা চালিয়ে যাব - See more at:
http://tech.priyo.com/news/internet/2013/09/14/11807.html#sthash.1AMVVBZm.dpuf
কিছু নিউজ লিঙ্কআমরা কয়েক দিন পর্যবেক্ষণে ছিলাম। এখন অফিসিয়ালি বাংলাদেশের হ্যাকার টিমের মধ্যে প্রথম ঘোষণা দিলাম। প্রথম দিনে শতাধিক সাইট হ্যাক করলাম। ভারতের সাইবার স্পেসে আমাদের এ হামলা অব্যাহত থাকবে। এ হামলা হবে দীর্ঘমেয়াদী, যতই দিন যাবে ততই তীব্র থেকে তীব্রতর হবে এই হামলা। যতদিন ফেলানীর হত্যাকারীকে ফাঁসিতে ঝুলানো না হবে ততদিন আমরা ভারতের সাইবার স্পেসে হামলা চালিয়ে যাব - See more at: http://tech.priyo.com/news/internet/2013/09/14/11807.html#sthash.1AMVVBZm.dpuf
1. Priyo Tech
2. দৈনিক জন কন্ঠ
3.বাংলা এক্সপ্রেস
4.Tech Life
5.Tuner Page
International Media
1.Hackread
2. Mauri Hackers
0 comments:
Post a Comment