Tuesday, February 24, 2015

ল্যামারদের হাতে প্রতারণার শিকার ছাত্রদের প্রতি





আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমাদের নাম দিয়ে কিছু বিকৃত মস্তিস্কের মেন্টালী ডিসঅর্ডার্ড পারসন নিজেদের হ্যাকার এবং আসল বিবিএইচএইচ বলে দাবী করার জঘন্য প্রয়াসে নিজেদের জঘন্যতম নিকৃষ্ট কাজ নিজেদের সার্থে আদায় করছে, ব্যাক্তিগত ব্যাবসা করে যাচ্ছে! হ্যাকিং শিখানোর নামে করে যাচ্ছে নজিরবিহীন প্রতারণা! যারা হ্যাকিং শিখার স্বপ্ন নিয়ে এসেছিল তাদের সাথে তারা খেলে যাচ্ছে প্রতারণার খেলা! যার প্রমান এর আগের পোষ্টে আমরা দিয়েছি! এর পরেও তারা যে বেহায়া সেটা প্রমান করতে ভাব নিয়ে পোষ্ট দিয়েছে। যার উত্তর এই পোষ্টে দেওয়া হলো।  তাদের মত এই সব মস্তিস্ক বিকৃত মানুষদের নিয়ে আমাদের কোন কৌতুহল নেই। কারন মানুষ তার কমনসেন্স ব্যাবহার করলে তাদের গলদ ধরতে পারে। তবে সাইবার জগতে যারা একেবারে নতুন তারা প্রতারিত হচ্ছে এসব ভন্ডদের কাছে। তাই তাদের সচেতন করার দায়িত্ববোধ থেকেই তাদের উদ্দেশ্যে তাদের ভুল গুলো আবারো দেখিয়ে দিতে চাই।


তাদের আসল চেহারা দেখিয়ে দেওয়ার পর প্রতারিত অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছে এবং তারা দুঃখ প্রকাশ করেছে। এবং আহত হয়েছে তাদের স্বপ্ন ভাঙ্গায়! যার কিছু স্ক্রিন শট আমরা দেখাব! 











দেখুন তাদের ট্রেইনিং জোন নামের ল্যামিং জোন!!!
নতুনরা কি শিখছে? হ্যাকিং?  না  ল্যামিং? 








এই হলো তাদের ট্রেইনিং জোন! সব কিছুই যদি তাদের গুগল থেকে শেখা লাগে তাহলে ঐখানের এত বড় বড় হকার (ল্যামার) গুলা কি করে? কি আশা করেন ট্রেইনিং জোনের সেই ছাত্ররা? শেল কি ? ডিফেস পেজ কি? এসব একেবারে নতুন আসা রা জানবে কিভাবে? সব যদি তারাই জানবে তাহলে এই বড় বড় স্বঘোষিত ল্যামারদের দৌড় কতটুকু তাও কি প্রমান হয়ে গেল না? যারা পোষ্টে বলে দেয় যে এডমিনদের কোন প্রশ্ন করা যাবে না? এটা কেমন ট্রেইনিং জোন? যেখান টুল খুঁজতে দেয় গুগলে, এনারা বানাবেন হকার??? এরকম গুগলে টুল খুঁজে যদি হ্যাকার হওয়া যেত তাহলে সবাই হ্যাকার হয়ে যেত।  হাহাহাহা...  এদের দেখলে আসলে আজ কাল মি বীন আর দেখার প্রয়োজন পড়ে না। স্বঘোষিত হকারদের লাফ ঝাফ দেখে নিজেরাই নিজেদের ফুটিয়ে তুলছেন তারা আসলে জোকার। তাদের ল্যামিং এক্সপোজ করার পর, তাদের লজ্জা হলো না। বরং এমন ভাব নিয়ে পোষ্ট দিলেন যেন তারা মহা সোয়াবের কাজ করে ফেলেছেন।  যাদের আত্ম সম্মান নেই, যারা মনে করে আমরা তো ন্যান্টা আমাদের হারানোর কিছু নাই, তাদের কাছ থেকে এর চেয়ে বেশি কি আশা করেন?    সেই ভাব দেখে নতুনদের কয়েক জন আবার আশা আলো দেখল। কিন্তু তাদের পোষ্টে জবাব দেওয়া হলো এই খানে।  ল্যামারদের বড় পোষ্ট পড়ার সময় নেই, কিন্তু জন প্রতি ৩০ টা আইডি দিয়ে রিপোর্ট করার টাইম ঠিকই থাকে। চুপ চাপ সব পড়ে কথা বলার চান্স নাই এটা বলেন। এই সব অবান্তর কাজ করতে সীমাহীন সময় থাকে তাদের, শুধু আসল জায়গায় আসলে সময় থাকে না। যাদের ৩০ টা মেইল আইডি, ৩০ বা তার চেয়েও বেশি ফেসবুক আইডি থাকে, যারা সারা দিন বসে বসে একটা একটা আইডি থেকে রিপোর্ট করেন। তাই মহান হকার রা ভীষন ব্যস্ত! সময় কই !     এই পোষ্ট টি শুধু মাত্র প্রতারিতদের চোখ খুলতে দেওয়া হলো। । এর পরেও তাদের যদি বোধদয় না হয় তাহলে তাদের জন্য অগ্রীম করুণা। বড় ল্যামার হোন,আপনাদের জন্য শুভ কামনা, আপনাদের স্বঘোষিত ল্যামার বাপদের যোগ্য সন্তান হোন আপনারা । 

 যাদের হ্যাকিং নিয়ে ন্যুনতম জ্ঞান আছে তারা বুঝতে পারবে যে ব্যাক্তি এই সব ভাব নিয়ে পোষ্ট দিচ্ছেন তার দৌড় কত টুকু। যেই ব্যাক্তি বিডি ব্ল্যাক হ্যাটের ট্রেইনিং জোনে ঢোকার যোগ্যতা না হওয়ায় বার বার ব্যান খেত সেই ব্যাক্তি এখন নামের পাশে এডমিন লাগিয়ে রেখেছেন। কারন তার কাছে এডমিন লাগায় রাখলেই সে রাজা, এই টাইপের কিছু মনে করে।  ব্যাপারটা সত্যি ভীষন হাস্যকর।  এই ব্যাক্তির মাথায় যে মেন্টাল প্রবলেম আছে সেটা সুস্থবিবেক সম্পন্ন যে কেউ বুঝতে পারবে।   আমরা আবারো বলি, অনেক দিন আগে গ্রুপ থেকে তাদের কিক করা হয়েছে তাদের সীমাহীন লেইম ওয়ার্কের কারনে।   চোর যখন চুরিতে ধরা পরার পর সেটাকে শিল্প মনে করে তাহলে তাদের যে শ্রেনী সাপোর্ট করে তারাও যে সেই কাতারের সেটা বলাই যায়।   যারা বর্তমানে আমাদের নাম ব্যাবহার করে নতুনদের সাথে প্রতারণা করে যাচ্ছেন এবং তাদের ব্যাক্তি সার্থ উদ্ধার করে যাচ্ছে। আমরা বলতে চাই  , যারা সাইবার জগতে একেবারেই নতুন তারা একটু খোঁজ খবর নিয়ে তার পর এদের ফাঁদে পা দিবেন।

ঐসব মেন্টালী ডিসঅর্ডাড ব্যাক্তিদের নিয়ে আমাদের কোন ভাবনা নেই। যাদের দৌড় ফেসবুক পর্যন্ত সীমাবদ্ধ তাদের নিয়ে সময় নষ্ট করার ইচ্ছা আমাদের নেই। শুধু যারা অনেক স্বপ্ন নিয়ে এসে, ঐ সব প্রতারকদের  ফাঁদে পা দিয়ে রেখেছেন, তাদের শেষ বারের মত সচেতন করতে চাই আমরা। আপনারা প্রতারিত হচ্ছেন।  সময় থাকতে সঠিক সিদ্বান্ত নিন। নিজেদের কমনসেন্সকে  কাজে লাগান। এক বার চিন্তা করেন, যারা সব কিছু আপনাদের গুগল থেকে শিখতে বলে, তাদের থেকে আপনারা কি আশা করেন?   এই সব প্রতারকদের সাথে থেকে সময় নষ্ট না করে নিজে চেষ্টা করলেও অনেক কিছু শিখতে পারেন। এর পরেও তাদের সাপোর্টে কিছু অন্ধ থাকতেই পারে, তাদের জন্য অগ্রিম করুণা জানাচ্ছি!

বিশিষ্ট মেন্টাল চাঁপা রুস্তমের স্ট্যাটাসের প্রতিক্রিয়া

মি . চাঁপা রুস্তম। আগের পোষ্ট যেবার আপনার ল্যামিং এক্সপোজ করা হলো, সে খানে বেশ কিছু প্রশ্ন ছিল যা আপনি এড়িয়ে গেছেন । কারন সেই সব প্রশ্নের উওর দিতে গেলে আপনার প্রকৃত পরিচয় আরেকবার সবাই জেনে যাবে। যে মানুষ বিডি ব্ল্যাক হ্যাটের ট্রেইনিং জোনের যোগ্য না, সে কিভাবে এডমিন হয়ে গেল? বাইদ্যাওয়ে, মেন্টাল পাবলিকরা নিজেদের কোন দেশের প্রেসিডেন্ট ও ভাবতে পারে, সেটা নিয়ে আমরা মাথা ঘামায় না। এরকম মেন্টাল পাবলিক দেশে কম নাই। তার পরও যারা সাইবার জগতে নতুন এসেছে তাদের ভাল ভাবে ব্রেইন ওয়াশ করেছেন। নিজেদের কালো ব্যাবসা ভালই চালিয়ে যাচ্ছেন তাই আপনার মত অখ্যাত এক মানসিক রোগীকে নিয়ে এই পোষ্টের অবতারনা, যাতে যারা ভুল করছে তাদের আসল সত্যের মুখোমুখি করা।

ওকে, আসুন দেখি, ল্যামারদের ল্যামিং এক্সপোজ এর পর তাদের প্রতিক্রিয়া।



দুই দিন অফলাইনে না, অনলাইনেই ছিলেন, এই কয়দিনে  কিভাবে খুলে ফেলা ইজ্জতের উপড় প্রলেপ দিয়ে,  ফাকাফাকি করা  যায় তাই নিয়ে ব্যস্ত ছিলেন। হুম, কাউয়ার উপড় ময়ুরের পাখনা লাগালে যেমন ময়ুর হওয়া যায় না, তেমনি যে যায়গায় যাওয়ার যোগ্যতা হয়নি সে জায়গার নাম , নামের পাশে লাগিয়ে রাখলেই তা হওয়া যায় না। ব্ল্যাক হ্যাটের ট্রেইনিং জোনে যে বার বার ব্যান খেত, সে ১ বহিষ্কৃত হওয়ার পর রাতারাতি এডমিন বনে যাওয়াটা সেই কাউয়ার ময়ুর বনে যাওয়ারই এক উৎকৃষ্ট উদাহরন। নামের আগে এডমিন লাগানোর আগে ব্ল্যাক হ্যাটের ট্রেইনিং জোনের ছাত্রদের থেকে ১ বছর ট্রেইনিং নিয়ে নিয়েন। তারা ১ বছরের বেশি সময় ধরে থেকেও এখন বেটা ক্রু তে আছে।আর কাউকে শিখাতে যাওয়ার আগে নিজে মিনিমাম জিনিষ গুলো শিখে নিয়েন। যাতে ট্রেইনিং জোনে বলতে না হয়, যে এডমিনদের কখনোই প্রশ্ন করা যাবে না। lolzz.


তো, চলুন ব্ল্যাক হ্যাটের নতুন ক্লাসিফিকেশন শিখি সবাই। জন প্রতি ৩০ টা ফেইক মেইল এবং ফেসবুক আইডি খুলুন আর রিপোর্ট করুন। ব্যাস ব্ল্যাক হ্যাট হয়ে গেলেন!!!  মি. বীন আসলেই ফেইল!!! এরকম জোকারদের কাছ থেকে যদি ব্ল্যাক হ্যাটের সংজ্ঞা শিখতে হয় তাহলে লজ্জায় অপমানে দুনিয়ার সব ব্ল্যাক হ্যাট সুইসাইড খেত। ব্ল্যাক হ্যাটের সংজ্ঞা নিজেরা আগে গুগল করো ল্যামারের দল। ঐখানে কোথায় বলা আছে ফেইক মেইল আইডি, ফেইক ফেসবুক বানানো ব্ল্যাক হ্যাটের অংশ??? থাকলে প্রমান দেখাও। তোমরা যেটা করো সেখানে ব্ল্যাক হ্যাটের ছিটা ফোটাও নাই, আছে ল্যামিং এর কারখানা।
ওকে আসুন খুব ছোট পরিসরে  দেখি ব্ল্যাক হ্যাটের সংজ্ঞা। যদিও সবাই জানে তার পরেও একে বারে নতুনদের জন্য





 হাসুন প্রান খুলে, ফেইক আইডি বানানো যদি ব্ল্যাক হ্যাট স্টাইল হয় তাহলে সত্যি দুনিয়ার সব ব্ল্যাক হ্যাট সুইসাইড করবে। যারা ল্যামার তারাও দেখি আজকাল নিজদের ব্ল্যাক হ্যাট ভাবে। হাহাহাহা। তাদের আরেক ব্ল্যাক হ্যাটের প্রমান চান? হুম উনারা বিরাট ব্ল্যাক হ্যাট, মানুষের জিনিষ চুরি করে তা বিক্রি করার জন্য  চোরাই মার্কেট খুলে বসেছে। এটাও ব্ল্যাক হ্যাটের অংশ। হাহাহাহা। মেন্টালি ডিসঅর্ডাড পারসন দের এই ল্যামিং আর কত দেখতে হবে?  এই লো ক্লাস টোকাই টাইপের ছেলেরা যখন ব্ল্যাক হ্যাটের সংজ্ঞা শিখাতে আসে তখন কি লজ্জায় মাথা নত হয় না? কাদের কাছে কি শিখতে গেছেন সেটা আরেক বার ভেবে নিন #প্রতারিত ছাত্ররা






হ্যাঁ, মি চাঁপা সাহেব ব্ল্যাক হ্যাট কি সেটা জানেন তাই তো করে যাচ্ছেন।  ফেইক আইডি দিয়ে রিপোর্ট করা, চোরাই মার্কেট খুলা, ফ্যান (ফান) পেজে টাক্লার মত একের পর এক আজাইরা পোষ্ট দিচ্ছেন, মুরাদ টাকলা ভার্সন বানান ভুলে ভরা পোষ্ট, যা দিয়ে আমজনতার খোরাক হতে হয়। ট্রেইনিং জোনের নাম করে ল্যামিং জোন খুলেন। টাকা পয়সা মারার ধান্ধায় আছেন।  গলা বাজী কারা করে সেটার প্রমান তো দেওয়া হলো।

 আমরা যেটা পারি সেটাই নিরবে করে যাচ্ছি মি জোকার চাঁপা সাহেব। নিজেদের আসল বলে দাবী করতে বেশ কয়েক জায়গায় আসল নকল নিয়েও পোষ্ট দিতে দেখা গেছে আপনাকে। নিজের মধ্যে যে গলদ সেটা প্রমান করার জন্য ধন্যবাদ। আপনাদের ফান পেজে অফিশিয়াল লাগাই রাখছেন, হাহাহা  কিন্তু এটা মনে রাখবেন আন্ডাওয়্যার পড়লেই সুপার ম্যান হওয়া যায় না। আপনাদের ফান পেজের এক্টিভিটি দেখলেই বোঝা যায় কারা কি! সেটা গলা ফাটিয়ে বলার দরকার হয় না।   আপনারা তো আসল, তো নকলদের মত হেডাম তো নাই একটা টুলস বানানোর, এপস বানানোর, মানুষের উপকারে লাগে এমন কাজ কাজ তো করতে পারেন না। পারেন তো চোরা কারবারী করতে!  আসল ব্ল্যাক হ্যাট হয়ে ল্যামিং ওয়েতে কাজ করেন কেন? হেডাম থাকলে ব্ল্যাক হ্যাট ওয়েতে করে দেখান।   

 বিডি এক্সটর কোন প্রজাতির ল্যামার সেটা নতুন করে প্রমানের কিছু নেই। এই রকম আবর্জনা অনেক আগেই ছেটে ফেলা হয়েছে ব্ল্যাক হ্যাট থেকে।  খবর নিয়ে দেখুন এই ব্যাক্তির আসল পরিচয় উনি গ্রে হ্যাটের ফাউন্ডার। কিন্তু দুঃখের বিষয় ঐ খান থেকে কিক খাইছেন :P  কোথাও যায়গা না পেয়ে উনার কিছু পালা কুত্তা দিয়ে আবার নতুন ল্যামিং শুরু করছেন। হাহাহাহাহাহা

 এই পর্যন্ত কি কি করলেন আর আমরা কি করলাম সেটা সবাই দেখছে। আমরা আমাদের কাজ করে যাব। আপনাদের মত ২ পয়সার আবালদের দৌড় জানা আছে। তবে দয়া করে নতুন আসা ছেলেদের সাথে প্রতারনা করবেন না। তাদের ভুল ভাল বুঝিয়ে ব্রেইন ওয়াশ করলেও একদিন তারা সত্যটা জানবে তারপর তাদের হাতেই বাঁশ খেতে রেডি থাকুন।


যাইহোক, এসব জোকারদের নিয়ে কথা বলার ইচ্ছা ছিল না।তবে তারা নতুনদের ভুল বুঝিয়ে ব্রেইন ওয়াশ করিয়ে তাদের মুল্যবান সময় কেড়ে তারা তাদের কালো বিসনেজ করে যাচ্ছে। সামনে হয়তো তাদের কাছে প্রতি মাসে ২০ হাজার টাকা করে চাঁদা চাইবে, এর প্রমান অতীতে মিলেছে বলেই এই সব মেন্টাল ল্যামারদের কিক করা হয়েছিল। নতুনরা আশা করি সত্য গুলো জানার চেষ্টা করবে। কারো ফাকাফাকিতে কান না দিয়ে যাচাই করে ডিসিশান নিন। যেটা আপনাদের জন্য অনেক ভাল হবে। আপনার মুল্যবান সময় বেচে যাবে। বেষ্ট অফ লাক ।
 




Coming soon...

Coming soon...

Visitors

hit counters
Powered by Blogger.

 

© 2014 Bangladesh Black HAT Hackers. All rights resevered. Designed by 8l@ck 3xplor3r And Blogger

Back To Top