Friday, January 2, 2015

আজ বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্সের তৃতীয় বর্ষ পুর্তি

2:48 AM










২০১২ সালের ২ জানুয়ারী যে ক্ষুদ্র সপ্নের বীজ নিয়ে যাত্রা শুরু হয়েছিল দক্ষিন এশিয়ার সেরা হ্যাকিং টীম বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্সের আজ তা বিশাল এক মহীরুপে পরিণত হয়েছে! গুটি কয়েক সদস্যের সেই ব্ল্যাক হ্যাট টীম আজ দেশের অন্যতম সেরা এবং বড় হ্যাকিং টীম।  দেশের মানুষের অক্লান্ত সমর্থন, ভালবাসা পুর্নতা দিয়েছে আমাদের  সীমান্তে বাংলাদেশী মানুষ পাখির মত হত্যার প্রতিবাদে ভারতীয় সাইবার স্পেস গুড়িয়ে দিয়েছিলাম আমরা! :) এর পর কেটে গেছে অনেক দিন। কিন্তু থেমে থাকেনি বাংলাদেশের অন্যতম সেরা এই টীমটি! আজ সেই টীমটির হাটি হাটি পা পা করে ২য় বছর পার করে তৃতীয় বছরে পা দিল :) শুভ জম্মদিন বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স! <3 <3 <3

সবাইকে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, আমাদের সাপোর্ট দেওয়ার জন্য। ব্ল্যাক হ্যাটের কোর মেম্বাররা কখনোই মনে করে না, কয়েকটি দেশের ওয়েব সাইট হ্যাক করে, কিছু দেশী সাইট সিকিউর করেই তাদের দায়িত্ব শেষ! তারা মনে করে এ দেশকে তাদের দেওয়ার মত অনেক কিছুই আছে! দেশ ও দেশের উপকারে এ গ্রুপের কোর মেম্বাররা নিজেদের উজাড় করে দিচ্ছেন প্রতিনিয়ত! তাদের মিশন একটায়, তথ্য-প্রযুক্তিতে দেশ ও দেশের মানুষকে একটু একটু এগিয়ে নিয়ে যাওয়া!  দেশের সাইবার স্পেস রক্ষার পাশাপাশি দেশের মানুষকেও এগিয়ে নেওয়ার কাজ করছে ব্ল্যাক হ্যাট কোররা! এ নিয়ে অনেক বাঁধার সম্মুখীন হতে হয় তাদের। তারা অনেকের হুমকী-ধামকীর পরোয়া না করেই এগিয়ে গেছে নিজস্ব গতিতে :) কেউ তাদের রুখতে পারেনি! পারবেও না। তারা বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথমে টিভি প্রোগ্রাম অপারেশন পাসওয়ার্ড করে দেশের মানুষকে হ্যাকিং সম্পর্কে প্রকৃত ধারনা দিতে সক্ষম হয়েছে, সচেতন করতে সক্ষম হয়েছে। ম্যাগাজিন বের করে সিকিউরিটি ইস্যু সহ বিভিন্ন আইটি নলেজ দিতে সক্ষম হয়েছে। এছাড়া দেশের আইটি প্রেমী তরুনদের প্রোগ্রামিং শিখানোর জন্য চালু করা হয় প্রোগ্রামিং ক্যাম্প! দেশের মানুষের জন্য তারা তৈরী করে বিভিন্ন টুলস এবং তা বিনা মুল্যে সরবরাহ করা হয়। এছাড়া দেশের সাইবার স্পেসের নিরাপত্তার স্বার্থে এগিয়ে আসতে পরবর্তী প্রজম্ম তৈরী করতে তারা চালু করে ট্রেইনিং জোন ! আর এসবই ফ্রী! বাংলাদেশ ব্ল্যাক হ্যাটের মেম্বাররা কখনোই টাকার কাছে বিক্রি হই না :)  আমরা মেধা বিক্রি করিনা, মেধা ছড়িয়ে দেই :)    আশা করছি এভাবেই এগিয়ে যাব আমরা। আমাদের লক্ষ্যে!

অনেক ষড়যন্ত্র, অনেক বাঁধা, অনেক প্রতারণার সম্মুখীন হই আমরা। তার পরেও বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স  ছিল, আছে থাকবে :) সাথে থাকবেন আপনারা।
ধন্যবাদ ।

Written by

We are the Biggest and leading hacker team in Bangladesh. We work for Our country, Our People. We feel Proud to be Bangladeshi. Our Mission is to protect Bangladeshi Cyber Space

2 comments:

 

© 2014 Bangladesh Black HAT Hackers. All rights resevered. Designed by 8l@ck 3xplor3r And Blogger

Back To Top